তেহরান, ১৩ এপ্রিল – ভারি বর্ষণের কারণে ইরানের উত্তর ও পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে এবং এতে অন্তত দুজন নিহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বৃহস্পতিবার এ খবর দিয়েছে।
রাষ্ট্রীয় টিভি ইরানের জরুরি পরিষেবার প্রধান পিরহোসেইন কোলিভান্দের বরাত দিয়ে বলেছে, গত ২৪ ঘণ্টায় কাজভিন প্রদেশে একজনের মৃত্যু এবং ইলাম প্রদেশে একজনের মৃত্যু হয়েছে। কোলিভান্দ পশ্চিম আজারবাইজান প্রদেশে তৃতীয় একজনের মৃত্যুর খবরও দিয়েছেন, যেখানে একজন বজ্রপাতে মারা গেছে।
ইরানের আবহাওয়া অধিদপ্তর রাজধানী তেহরানসহ সারা দেশের অনেক এলাকায় মৌসুমি বৃষ্টিপাতের বিষয়ে সতর্ক করেছে।
এক দশক ধরে ইরান খরার শিকার হয়েছে। এ ছাড়াও বন্যার সঙ্গে নদীর তলদেশের কাছাকাছি ভবন এবং রাস্তা নির্মাণের মতো সুরক্ষা ব্যবস্থার অবহেলাকে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী করা হয়েছে। গত জুলাইয়ে সারা দেশে ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ৬১ জনের মৃত্যু হয়।
সূত্র : কালের কন্ঠ
আইএ/ ১৩ এপ্রিল ২০২৩