রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর ধ্বংসযজ্ঞ, নিহত ২৩

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৬ মার্চ, ২০২৩
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর ধ্বংসযজ্ঞ, নিহত ২৩


ওয়াশিংটন, ২৫ মার্চ – যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে অন্তত ২৩ জন মারা গেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে টর্নেডোটি আঘাত হানে। এতে আহত হয়েছেন বহু মানুষ এবং চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মিসিসিপি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি। এছাড়া বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, টর্নেডোর কারণে বেশ কয়েকটি গ্রামীণ শহরে ধ্বংসযজ্ঞ হয়েছে। সেখানে গাছ এবং বিদ্যুতের লাইন ভেঙে গেছে। কয়েক হাজার বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। এ ছাড়া মিসিসিপিতে ভারি বৃষ্টিপাত এবং গলফ বলের আকারের শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে।

মিসিসিপির শারকি কাউন্টির রোলিং ফর্ক শহরের বাসিন্দারা বলেছেন, একটি টর্নেডো তাদের বাড়ির পেছনের জানালাগুলো উড়িয়ে দিয়েছে।

সূত্র: সমকাল
এম ইউ/২৫ মার্চ ২০২৩





আরো খবর: