বিশেষ প্রতিনিধি::
কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সাথে উখিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৩ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসক উখিয়া পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসারের সহ কর্মকর্তাবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন। পরে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ শাহীন ইমরান। তিনি বলেন, ”উখিয়া ও টেকনাফ অন্য উপজেলার দিক দিয়ে গুরুত্বপূর্ণ। এখানে রোহিঙ্গাদের বসবাস রয়েছে। রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠী যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে সব বিষয়ে আলোচনা করে সুরাহার পথ বের করা হবে।”
মতবিনিময় সভায় উখিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের তথ্য উপস্থাপন করেন ইউএনও ইমরান হোসাইন সজীব।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পাঁচ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।