শিরোনাম ::
ঢাকা আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন বৈরুতে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত ১৫ পরীমণির প্রয়াত প্রথম স্বামী, কে এই ইসমাইল? চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে বছরে ৪ বিলিয়ন ডলার খুনিদের গোড়া থেকে নির্মূল না করলে আবার ষড়যন্ত্র করবে রোহিঙ্গা তরুণদের ‘ইয়ুথ মুভমেন্ট ফর আরাকান’ এ স্বদেশ ফেরার আকুতি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে আগ্রহী বিশ্বব্যাংক চকরিয়ায় মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত চকরিয়া পেকুয়ার প্রবাসি রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে হেল্পডেক্স চালু
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে ইউক্রেন যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২২ মার্চ, ২০২৩
জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে ইউক্রেন যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী


টোকিও, ২১ মার্চ – ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে ইউক্রেন যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

মঙ্গলবার (২১ মার্চ) আকস্মিকভাবে ইউক্রেনের উদ্দেশে রওনা করেন তিনি।

জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, কিশিদা ইতোমধ্যেই ভারত ছেড়েছেন, যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন। এখন ইউক্রেন যাচ্ছেন।

এনএইচকে জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি জাপানের প্রধানমন্ত্রীর প্রথম ইউক্রেন সফর। এমনকি এটি জি-৭ গ্রুপের কোনো এশীয় সদস্যের প্রথম ইউক্রেন সফর।

জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক নিরাপত্তা এবং গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে।

এর আগে ইউক্রেনের ওপর মস্কোর আক্রমণের বিরুদ্ধে কথা বলেছিলেন চীনের প্রধানমন্ত্রী কিশিদা। গত বছর সতর্ক করে তিনি বলেছিলেন, ‘আজ ইউক্রেন, আগামীকাল পূর্ব এশিয়া হতে পারে। ’

এদিকে গতকাল প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো গেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি রাশিয়ায় তার প্রথম রাষ্ট্রীয় সফর। জাপানের মিত্র যুক্তরাজ্য ও ইউক্রেন আশা করছে, শি জিনপিংয়ের রাশিয়া সফর যুদ্ধ বন্ধে ভূমিকা রাখবে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ২১ মার্চ ২০২৩





আরো খবর: