শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
রবিবার, ১১ মে ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফ থেকে ফেনীতে ইয়াবা পাচারকালে মা-ছেলেসহ আটক-৪

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২০ মার্চ, ২০২৩
টেকনাফ থেকে ফেনীতে ইয়াবা পাচারকালে মা-ছেলেসহ আটক-৪




শাহেদ হোছাইন মুবিন:

কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ফেনীতে পাচারকালে মা ও ছেলেসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭।

রবিবার (১৯ মার্চ ) সকালে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন নয়াবাজার নবী হোসেনের ছেলে মো. সোহেল (২০), তার মা আয়েশা বেগম (৩৯), টেকনাফ খারাংখালী এলাকার নূর আহাম্মদের মেয়ে জাহানারা বেগম (৩৫) এবং সিকদারপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের মেয়ে জহুরা বেগম (৩৩)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী রামপুর এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৪২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারদের মধ্যে সোহেলের বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়া থানায়, আয়েশা বেগমের বিরুদ্ধে চন্দনাইশ ও বাঁশখালী থানায় এবং জহুরা বেগমের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক ও অস্ত্র আইনের মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।









আরো খবর: