শিরোনাম ::
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টুপাইস ইনকামে মরিয়া রাজাপালং বিট কর্মকর্তা মন্সুর

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৯ মার্চ, ২০২৩
টুপাইস ইনকামে মরিয়া রাজাপালং বিট কর্মকর্তা মন্সুর




বিশেষ প্রতিনিধি::

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানী রেঞ্জের আওতাধীন রাজাপালং বনবিটের বিট কর্মকর্তা মন্সুর আলমকে এলাকার চিহ্নিত ভুমিদস্যু পুতু সাওদাগর ৩০ হাজার টাকার বিনিময়ে ম্যানেজ করে সরকারি বনভুমির পাহাড় কেটে অবৈধ স্থাপনা নির্মান কাজ অব্যাহত রেখেছে।

স্থানীয় পরিবেশ বিদরা বলেন, বন বিভাগকে টাকা দিলেই সব কিছু করা সম্ভব। কারণ তারা সরকারি বন রক্ষায় নিয়োজিত না, তারা টুপাইস ইনকামে নিয়োজিত তাই।

এবিষয়ে ইনানী রেঞ্জ কর্মকর্তার সাথে মুঠোফোন বারবার যোগাযোগ করতে চাইলে ফোনে তাকে পাওয়া যায়নি৷









আরো খবর: