বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছে আদালত

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছে আদালত


ইসলামাবাদ, ০৬ মার্চ – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত আজ সোমবার এ আদেশ দিয়ে তার গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখেন। তোষাখানা মামলায় ইমরানের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছিল। খবর- ডনের।

রোববার এ মামলার রায় সংরক্ষণ করেন আদালত। অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবালের আদালতে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে আইনজীবী কায়সার ইমাম, ব্যারিস্টার গোহর ও আলী বুখারি আবেদন করেন।

এদিকে পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে ইমরান খানের বক্তব্য বা মন্তব্য প্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (পিইএমআরএ)।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন এবং ঘৃণাসূচক বক্তব্য ছড়াচ্ছেন।

এর আগে গতকাল রোববার ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় পুলিশ।

সূত্র: সমকাল
আইএ/ ০৬ মার্চ ২০২৩





আরো খবর: