শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সংসার ভাঙার গুঞ্জনে মুখ খুলেছেন নিশিতা

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৬ মার্চ, ২০২৩


ঢাকা, ০৬ মার্চ – ক্লোজআপ তারকা নিশিতা বড়ুয়া। নিয়মিত গান করেন। এদিকে শোবিজে কান পাতলেই শোনা যাচ্ছে তার সংসার ভাঙার গুঞ্জন। ২০২১ সালে দীপংকর বড়ুয়া নামে এক ব্যাংকারকে বিয়ে করেন তিনি। তাদের দুজনেরই গ্রামের বাড়ি চট্টগ্রাম। পারিবারিকভাবে সে বছরের ২৪ ফেব্রুয়ারি হয়েছিল বিয়ে।

শোনা যাচ্ছে, বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছে নিশিতার। গায়িকার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে এ তথ্য। তাদের বিচ্ছেদ হয়েছে বলেও দাবি করেন অনেকে।

তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিলেন নিশিতা। তিনি বলেন, ‘ভিত্তিহীন ও মিথ্যা খবর। আমরা একসঙ্গেই আছি। আমাদের ভালো চায় না যারা তারা এসব ছড়াচ্ছে।’

তিনি আরও বলেন, ‘লোকে তো এখন সব ফেসবুকে দেখতে চায়। হয়তো সেখানে আমরা একসঙ্গে ফেসবুকে ছবি প্রকাশ করছি না বলে তারা ভেবে নিয়েছে একসঙ্গে নেই। আমি ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে খুব একটা ইচ্ছুক না। আমার স্বামীও ব্যক্তিজীবনটাকে আড়ালে রাখতে পছন্দ করে। এই সুযোগেই হয়তো এসব গুঞ্জন ছড়াচ্ছে।’

আইএ/ ০৬ মার্চ ২০২৩


আরো খবর: