ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – প্রাথমিক শিক্ষক নিয়োগের আরও দুটি বিজ্ঞপ্তি আসছে আগামী দু’সপ্তাহের মধ্যেই- এমনটি জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ। তিনি বলেন, আমরা মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। এরপর এক সপ্তাহ পর আরেকটি এবং তার পরের সপ্তাহে আরেকটি বিভাগভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, আমরা বুয়েটের সাথে আলোচনা করেছি। আলোচনা অনুযায়ী আমরা এখন বিভাগভিত্তিক নিয়োগ দিব। এজন্যই আজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এটি প্রকাশ করে।
এদিকে, আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এসময় তিনি বলেন, প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৮ ফেব্রুয়ারি ২০২৩