সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রোহিঙ্গা ক্যাম্পে আবারো খুন

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারো দুর্বৃত্তের গুলিতে সলিমুল্লাহ নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। তিনি উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্ট ব্লক -সি/২ এর বাসিন্দা আব্দু শুক্কুরের ছেলে।
বুধবার রাতে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ২ওয়েস্ট ও ক্যাম্প -৬ এর মধ্যবর্তী স্থল পিঠখোলা বাজারের নিকটে মাস্টার মুন্না গ্রুপ ও সোনামিয়া গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)এর পুলিশ সুপার মোঃ নাইমুল হক সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, বুধবার গভীর রাতে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। তার মধ্যে একটি গ্রুপ ছিল মাস্টার মুন্না বাহিনী। অপরটি হল সোনা মিয়া গ্রুপ। উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় ঘটনা ঘটে। এক পর্যায়ে সলিম উল্লাহ নামে এক রোহিঙ্গার গুলি লাগে। পরে ব্লকে থাকা রোহিঙ্গারা উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মৃত্যুবরণ করেন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

ভোরে ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যরা লাশ উদ্ধার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বুধবার রাতে উখিয়ার ২ নম্বর ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে সলিমুল্লাহ নামের এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়।
পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যাকারীদের ধরতে চলছে পুলিশের অভিযান।


আরো খবর: