শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মহেশখালীতে স্কুল ফিডিং কর্মসূচীর আওতায় ছাত্র-ছাত্রীদের মাঝে বিস্কুট বিতরণ উদ্বোধন!

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী::

মহেশখালী উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচীর আওতায় বিস্কুট বিতরণ কর্মসূচী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় উদ্বোধন করা হয়েছে।

বিশ্ব খাদ্য সংস্থা(ডাব্লিউএফপি)এর প্রকল্প সমন্নয়ক রিকের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে মহেশখালী উপজেলা নির্বার্হী অফিসার (ভারপ্রাপ্ত)ও সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম,কর্মসূচীর উদ্বোধন করেন।

মহেশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে রিকেরে স্কুল ফিডিং প্রকল্পের কক্সবাজার জেলা সমন্বয়কারী এডিএম নজরুল ইসলামের সভাপতিত্বে রিকের স্কুল ফিডিং প্রকল্পের মহেশখালী উপজেলা সমন্বয়কারী মোঃ এনামুল হকের সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আব্দুল হাই, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দে, রিকের উপজেলা সমন্বয়কারী কামাল উদ্দীন, মহেশখালী পৌরসভার ০২ নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজ মিয়া, মহেশখালী প্রেসক্লাব সভাপতি আবুল বশর পারভেজ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, মহেশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন ও এসএমসি সভাপতি মুকবুল আজমদ,বড় মহেশখালীর পশ্চিম ফকিরাঘোনা প্রধান শিক্ষক মোঃ শাহাজান, আদিনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠুন চক্রবর্তী,পৌর কাউন্সিলর সোলতানা বিলকিস,সাংবাদিক আমিনুল হক।

মহেশখালী উপজেলার সরকারী ৭০টি, কমিউনিটি স্কুল ৫টি, মাদ্রাসা ৩টিসহ মোট ৭৮ স্কুলের ৩৭৯৯৭ জন ছাত্রছাত্রীকে ডাব্লিউএফপির সহায়তায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) উচ্চ এনার্জির বিস্কুট বিতরণ শুরু করেন।


আরো খবর: