শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

৯০ বছর বয়সে মারা গেলেন ‘শোগান’ তারকা রিচার্ড চেম্বারলেইন

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২ এপ্রিল, ২০২৫


চলে গেলেন তিনবার গোল্ডেন গ্লোবজয়ী জনপ্রিয় হলিউড অভিনেতা রিচার্ড চেম্বারলেইন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। অভিনেতার মুখপাত্র হারলান বোল এক বিবৃতিতে বলেন, হাওয়াইতে স্ট্রোকের পর শারীরিক জটিলতায় রিচার্ড শেষ নিশ্বাস ত্যাগ করেন।

গোল্ডেন গ্লোব বিজয়ী চেম্বারলেইন বছরের পর বছর ধরে অনেক চরিত্রে অভিনয় করেছেন। তিনি একাধারে অভিনেতা, গায়ক, সৈনিক, চিত্রশিল্পী, লেখক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন। ১৯৬০ সালে ‘ডক্টর কিল্ডারে’নামের একটি ধারাবাহিকে একজন সুদর্শন তরুণ চিকিৎসকের ভূমিকায় অভিনয় করে তার হৃদয়স্পর্শী মর্যাদা প্রতিষ্ঠা করেন।

সিরিজটি ১৯৬১ থেকে ১৯৬৬ সালের মধ্যে এনবিসিতে সম্প্রচারিত হয়েছিল। ১৯৬৩ সালে চেম্বারলেইন ডক্টর কিল্ডার চরিত্রে অভিনয়ের জন্য সেরা পুরুষ টিভি তারকার জন্য গোল্ডেন গ্লোব জিতেছিলেন।

চেম্বারলেইনের চলচ্চিত্র ক্যারিয়ারও ছিল বেশ সমৃদ্ধ। ১৯৭০ সালে তিনি চার্লটন হেস্টন এবং জেসন রোবার্ডসের সঙ্গে ‘জুলিয়াস সিজার’ সিনেমায় অক্টাভিয়াস সিজারের চরিত্রে অভিনয় করেন এবং ১৯৭৩ সালে ‘দ্য থ্রি মাস্কেটিয়ার্স’ সিনেমায় রাকেল ওয়েলচ এবং অলিভার রিডের সঙ্গে অভিনয় করেন। ১৯৭৪ সালে তিনি অস্কারজয়ী ‘দ্য টাওয়ারিং ইনফার্নো’ সিনেমায় একটি ভূমিকা পালন করেন।

অ্যাসোসিয়েটেড প্রেসের মতে ১৯৮০ সালে চেম্বারলেইন ‘ধারাবাহিকের রাজা’ হিসেবেও পরিচিতি লাভ করেন। তিনি ১৯৮০ সালে ‘শোগুন’ এবং ১৯৮৩ সালে ‘দ্য থর্ন বার্ডস’ নামে দুটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন। প্রতিটিতেই তিনি গোল্ডেন গ্লোব অর্জন করেছিলেন। ১৯৯৬ সালে, তিনি ‘দ্য থর্ন বার্ডস: দ্য মিসিং ইয়ার্স’ টিভি সিনেমায় ফাদার রাল্ফ ডি ব্রিকাসার্টের ‘থর্ন বার্ডস’ ভূমিকায় পুনরায় অভিনয় করেছিলেন।

এনএন/ ৩১ মার্চ ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::৯০ বছর বয়সে মারা গেলেন ‘শোগান’ তারকা রিচার্ড চেম্বারলেইন first appeared on DesheBideshe.



আরো খবর: