বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

৮ আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান জাপানে বিধ্বস্ত

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
৮ আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান জাপানে বিধ্বস্ত


টোকিও, ২৯ নভেম্বর – যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান জাপানের ইয়াকুশিমা আইল্যান্ডে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৮ জন যাত্রী ছিলেন। জাপানের কোস্ট গার্ড বিবিসিকে জানিয়েছে, জেলেরা একজন ব্যক্তিকে খুঁজে পেয়েছে। তবে তাদের অবস্থা কেমন তা জানানো সম্ভব হয়নি।

স্থানীয় গণমাধ্যমকে কোস্ট গার্ড কর্মকর্তারা জানিয়েছেন, ইয়াকুসিমায় বিমানের ভগ্নস্তূপ পাওয়া গেছে। জাপানের এনএইচকে সংবাদ মাধ্যম জানায় CV-22 ওস্প্রে মডেলের বিমানটি ইয়াকুশিমা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। ধারণা করা হচ্ছে বিমানটি ইয়ামাগুচির আইওয়াকোনি বেইজ থেকে ওকিনাওয়ার কাদেনা বেইজে যাচ্ছিল।

রয়টার্স জানায়, জাপানের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু বলেন, স্থানীয় সময় দুইটা চল্লিশ মিনিটে রাডার থেকে হারিয়ে যায়।

সূত্র: কালবেলা
আইএ/ ২৯ নভেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::৮ আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান জাপানে বিধ্বস্ত first appeared on DesheBideshe.



আরো খবর: