হেলাল উদ্দিন টেকনাফ::
অবৈধভাবে মিয়ানমার হতে নাফ নদী দিয়ে বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশের সময় এক ব্যক্তিকে আটক করেছে টেকনাফ ২ বিজিবির জওয়ানরা। এসময় আটক মিয়ানমার নাগরিকের হাতে থাকা প্লাস্টিকের বস্তা হতে ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটক ব্যক্তি মিয়ানমারের বুছিধং এলাকার মৃত আব্দুল গাফফারের ছেলে কামাল হোসেন।
১৬ এপ্রিল শনিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয় বলে গণমাধ্যমে পাঠানো লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার হতে মাদকের একটি চালান পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির পৃথক দুইটি বিশেষ টহল দল নাফনদী এলাকার জলিলের দ্বীপে কৌশলগত ভাবে অবস্থান নেয়। কিছুক্ষণ পরে সাঁতার কেটে একটি প্লাস্টিকের বস্তাসহ দুইজন ব্যক্তিকে জলিলের দ্বীপের দিকে আসতে দেখে বিজিবির জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করলে রাতের আঁধারের সুযোগ নিয়ে একজন দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এসময় বিজিবির জওয়ানরা একটি প্লাস্টিকের বস্তাসহ একজন মিয়ানমারের নাগরিককে আটক করে। তার হাতে থাকা প্লাস্টিকের বস্তাটি তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করতে সক্ষম হয় বিজিবির জওয়ানরা।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।