শিরোনাম ::
চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন
শুক্রবার, ০২ মে ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া


জাকার্তা, ৩০ ডিসেম্বর – শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া। শনিবার (৩০ ডিসেম্বর) দেশটির আচেহ প্রদেশে এ ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিক পাওয়া যায়নি। সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ইন্দোনেশিয়ায় পাঁচ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সিনাবাংয়ের পূর্বাঞ্চল হতে ৩৬২ কিলোমিটার দূরে ছিল এটির উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এটির সৃষ্টি হয়েছে। সিনবাংয়ের এ এলাকাটি আচেহ প্রদেশের উপকূলীয় অঞ্চল।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতাত্ত্বিক এবং জলবায়ুবিষয়ক এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই। তবে সেখানকার বাসিন্দাদের আফটারশকের বিষয়ে সতর্ক করা হয়েছে।

এজেন্সির তথ্যমতে, ভূমিকম্পের তীব্রতা ছিল ছয় দশমিক তিন। যদিও বিভিন্ন এজেন্সির মধ্যে ভূমিকম্পের তীব্রতার পরিমাপ আলাদা হওয়া অস্বাভাবিক নয়।

এর আগে গত ২১ নভেম্বর দেশটিতে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে অন্তত ৩৩১ জন নিহত ও ৬০০ জন আহত হয়েছিলেন। দেশিটির পশ্চিম জাভার চিয়ানজুর সিটিতে এ ভূমিকম্প হয়।

এছাড়া ২০০৪ সালে ভারত মহাসাগরে ভূমিকম্প ও সুনামিতে দুই লাখ ৩০ হাজার লোক নিহত হয়েছিলেন। ওই সময়ে বেশ কয়েকটি দেশে এ ভূমিকম্প আঘাত হানে। এরমধ্যে অন্যতম ছিল আচেহ প্রদেশ।

ইন্দোনেশিয়ায় ২৭০ মিলিয়নের বেশি মানুষ রয়েছে। দেশটির ভৌগোলিক কারণে ভূমিকম্প অস্বাভাবিক ঘটনা নয়। এ অঞ্চলটি ভৌগোলিকভাবে রিং অব ফায়ারে অবস্থিত। এ অবস্থানের কারণে সেখানে ট্যাকটুনিক প্লেটগুলো প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সূত্র: কালবেলা
আইএ/ ৩০ ডিসেম্বর ২০২৩





আরো খবর: