শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:২১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

৪০পিস ইয়াবাসহ চার পুলিশ সদস্য আটক!

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৩ জুলাই, ২০২২

খুলনা নগরীর দৌলতপুর ও সোনাডাঙ্গা থানা এলাকার পৃথক দুইটি স্থান থেকে ৪০পিস ইয়াবাসহ চার পুলিশ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তবে এ বিষয়ে তথ্য দিতে লুকোচুরি সোনাডাঙ্গা থানা পুলিশের। বারবার থানা পুলিশ এবং ওসিকে ফোন দিলেও এ বিষয়ে তারা কোনো তথ্য দিতে রাজি হননি।

দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, পুলিশ সদস্য আশিকুর রহমান ও গিয়াস উদ্দিন পুলিশ লাইনে কর্মরত ছিলেন। শনিবার (২ জুলাই) গভীর রাতে নগরীর দৌলতপুর এলাকার রেহানা ফিলিং স্টেশন এলাকায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয় গোয়েন্দা পুলিশের। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায় বাদী হয়ে দৌলতপুর থানার দুই পুলিশ সদস্য আশিকুর রহমান ও গিয়াস উদ্দিনকে আসামি করে মাদকদ্রব্য আইনে থানায় মামলা করেন।

এদিকে নগরীর সোনাডাঙ্গা ইসলামিয়া কলেজ এলাকা থেকে একই সময়ে অপর দুই পুলিশ সদস্যকে ইয়াবাসহ আটক করে সোনাডাঙ্গা থানা পুলিশ। তবে এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের কোনো তথ্য দিতে রাজি হননি সোনাডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তপন সিংহ। তবে তিনি দুই পুলিশ সদস্যকে মাদকসহ আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা কারা? কী তাদের পরিচয়? কী পরিমাণ মাদকসহ আটক করা হয়েছে সে বিষয়ে তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।
যমুনা টিভি অনলাইন


আরো খবর: