শিরোনাম ::
দেশের বেশির ভাগ মানুষ বর্তমান সরকারের ওপর আস্থা হারিয়েছে ২৬ জানুয়ারি গুলশান ২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনা প্রতিষ্ঠান বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী নায়করাজ রাজ্জাকের ৮৩তম জন্মদিন আজ পাঠ্যবইয়ে হাসিনা ও আ.লীগের নাম বাদ দিয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস উখিয়া ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের বার্ষিক সাহিত্য, ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ সম্পন্ন বিএনপি আরেকটি ১/১১ চাইছে দুই পর্বে ইজতেমা করবেন জুবায়েরপন্থীরা নিজের কথা ও সুরে সিনেমার গানে কণ্ঠ দিলেন মোশাররফ ইন্টারনেটের ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহারের বিষয়ে উপদেষ্টা নাহিদের পোস্ট
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

২৬ জানুয়ারি গুলশান ২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫


ঢাকা, ২৩ জানুয়ারি – আগামী রোববার (২৬ জানুয়ারি) গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বুধবার (২২ জানুয়ারি) ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক মো. আফতাব হোসেন খানের সই করা বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন এবং পরিবেশ সংরক্ষণে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে পাতাল ও উড়াল সমন্বয়ে এমআরটি লাইন-৫ নর্দান রুটের কাজ চলছে। এই প্রকল্পের প্রস্তাবিত রুট গুলশান-২ (গোল চত্বর) মেট্রো স্টেশন এলাকায় আগামী ২৬ জানুয়ারি সকাল ৮টা থেকে বিশেষ ব্যবস্থাপনায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ চলছে।

এ সময় গুলশান-২ মোড় অভিমুখী লেনে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। যে কারণে জনসাধারণকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার এবং সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হলো। সাময়িক অসুবিধার কারণে দুঃখপ্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৩ জানুয়ারি ২০২৫



আরো খবর: