শিরোনাম ::
বাংলাদেশে রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কোরিয়া প্রজাতন্ত্রের ২০ লাখ ডলারের অনুদান ২০২৬ সালের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন হতে পারে ঝালকাঠির সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৮৮ ফিলিস্তিনি ত্রিশের আগেই ভেঙে গেল এ আর রহমান-সায়রার সংসার মহেশখালীতে যৌথ অভিযানে ২টি চিংড়ী ঘের উচ্ছেদ, ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় জেলা পরিষদের জমিতে অবৈধভাবে নির্মিত আওয়ামী লীগের দলীয় অফিস উচ্ছেদ মহেশখালীতে ইউনিয়ন যুবলীগের সভাপতি থানা পুলিশের হাতে আটক ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ২০ বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহে বিশেষ বিধান বাতিলের অনুমোদন
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

২০২৬ সালের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন হতে পারে

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪


ঢাকা, ২১ নভেম্বর – প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

গত মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেনি তিনি।

হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য আলেক্সান্ডার চার্লস কার্লাইল কিউসি ‘ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপ্স অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন এম সাখাওয়াত হোসেন।

আলোচকরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। এ সময় গত ১৫ বছর ফ্যাসিস্টবিরোধী অবস্থানে পাশে থাকার জন্য যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার নিয়ে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান আতাউল্লাহ ফারুক।

লেবার দলীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান।

এ সময় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফায়েজ সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের আহ্বান জানান।

এ ছাড়া সম্মেলনে আলোচক হিসেবে অংশ নেন আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক আইনজীবী মাইকেল পোলাক, আইনজীবী নাজির আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, সম্মেলনে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সূত্র: কালবেলা
আইএ/ ২১ নভেম্বর ২০২৪



আরো খবর: