উখিয়ার থাইংখালী ১৯নং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে অপহরণের ১৯দিন পর শালবাগান ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে অপহৃত দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে এপিবিএন পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন থাইংখালী ক্যাম্পের বি-১০ব্লকের করিমুল্লাহর ছেলে মো. আনাস(১৪) ও একই ক্যাম্পের সি১ ব্লকের মো. হোসেনের ছেলে আব্দুল্লাহ (১৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।
তিনি বলেন,গত ১৯ডিসেম্বর রবিবার রাতে উখিয়া থাইংখালী ক্যাম্পের ব্লক-বি/১০ এর মো. আনাস একই ক্যাম্পের ব্লক সি-১ এর আব্দুল্লাহকে দূস্কৃতকারীরা অপহরণ করে নিয়ে যায়।
বিষয়টি স্বজনেরা এপিবিএনকে অবহিত করে।ঘটনার পর থেকে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের বৃহস্পতিবার সকালে শালবাগান ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল অভিযান চালিয়ে
ক্যাম্পের ব্লক-ই/১সংলগ্ন পাহাড় থেকে অপহৃত দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন,উদ্ধারকৃত ভিকটিমরা বর্তমানে ক্যাম্প হেফাজতে রয়েছে।ঘটনার সাথে জড়িতদের চিহ্নিতপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।