বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

১৮ হাজার ভারতীয়কে তাড়াবেন ট্রাম্প

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪


ওয়াশিংটন, ১৩ ডিসেম্বর – মার্কিন মুলুক থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানোর শপথ নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী ক্যাম্পেইনে এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সে কথা অনুযায়ী প্রথম ধাপে প্রায় ১৫ লাখ অবৈধ অভিবাসীকে দেশ থেকে তাড়াবেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সম্প্রতি ১৫ লাখ অবৈধ অভিবাসীর তালিকা করেছে। এই তালিকা ধরেই অবৈধ অভিবাসীদের বিতাড়িত করা হবে।

তালিকাতে প্রায় ১৮ হাজার ভারতীয় নাগরিকের নাম রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। যাদের বেশিরভাগই ভারতের গুজরাট, পাঞ্জাব এবং অন্ধ্র প্রদেশ থেকে আগত।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ২০ জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছেন ট্রাম্প। এরপর প্রথমদিকেই অভিবাসন নীতিতে হাত দিতে পারেন তিনি। আর এর মধ্যেই তালিকায় থাকা ১৫ লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

সূত্র: একুশে টেলিভিশন
আইএ/ ১৩ ডিসেম্বর ২০২৪



আরো খবর: