মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

১২০ টাকায় কক্সবাজারে ৬৪ জনের পুলিশে চাকুরি

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১১ এপ্রিল, ২০২২

সারাদেশের ন্যায় কক্সবাজারেও মাত্র ১২০ টাকায় পুলিশের কনস্টেবল হিসেবে নির্বাচিত হয়েছে ৬৪ জন। যোগ্যতার ভিত্তিতে বিনা ঘুষে চাকুরি পাওয়া সদস্য এবং পরিবারের সদস্যরা এতে খুশি। তাদের প্রত্যাশা স্বচ্ছ প্রক্রিয়ায় চাকুরি পাওয়ায় তারা কর্মজীবনে সততার সাথে দেশের জন্য কাজ করবেন। আর পুলিশ কর্মকর্তাও বলছেন, নিয়োগ যেমন স্বচ্ছ এবং যোগ্যতা ভিত্তিতে হয়েছে তারা কর্মজীবনেও এমন সততার পরিচয় দেবেন।

সোমবার কক্সবাজার পুলিশ লাইনস এর আউটডোর অডিটিরিয়ামে নতুনভাবে নির্বাচিত পুিলশ কনস্টেবল এবং তাদের পরিবারের অভিভাবকদের সামনে কথা বলেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

তিনি বলেন, অত্যন্ত স্বচ্ছ এবং যোগ্যতা অনুসারে এই ৬৪ জনকে নির্বাচিত করা হয়েছে। এদের পুলিশের হেড কোর্য়াটারে পাঠানো হচ্ছে। এরা সকলেই কর্মজীবনে স্বচ্ছতার পরিচয় দেবেন। কক্সবাজারে নির্বাচিত ৬৪ জনের জন্য ৪ জন নারী এবং ৬০ জন পুরুষ সদস্য রয়েছে।

মাত্র ১২০ টাকায় নির্বাচিত ৬৪ জন পুলিশের কনস্টেবল বলছেন, বিনা ঘুষে চাকুরি পাওয়া অনেক আনন্দের। এরজন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে কর্মজীবনে সততা, ন্যায় ও দেশের মঙ্গলে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

নির্বাচিতদের অভিভাবকরা এতে খুশি। তারা বলছেন, যোগ্যতা ভিত্তিতে বিনা ঘুষে তাদের সন্তানের চাকুরি হয়েছে। তাদের সন্তানের প্রতি কর্মজীবনে স্বচ্ছ, সততার পরিচয় দেয়ার পরামর্শ দিয়েছেন।


আরো খবর: