ইমরান আল মাহমুদ,উখিয়া:
বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তর প্রক্রিয়ার ১১তম দফায় আজ ৪০০পরিবারের দেড় হাজারের মতো রোহিঙ্গাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে।
কুতুপালং শরণার্থী শিবিরের কয়েকজন মাঝির সাথে কথা বলে জানা যায়,বাংলাদেশ সরকারের উদ্যোগে ভাসানচর স্থানান্তর প্রক্রিয়ায় স্বেচ্ছায় যেতে আগ্রহী বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাদের তালিকা প্রণয়ন করে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যান্য দফায়ও স্বইচ্ছায় যেতে আগ্রহী রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হয়েছে ভাসানচরে। সেখানকার থাকা খাওয়ার পরিবেশের কথা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রিত রোহিঙ্গাদের জানালে তারাও যেতে আগ্রহ প্রকাশ করে।
সাধারণ রোহিঙ্গারা আগ্রহ প্রকাশ করে বলেন,”আমরা নিজেদের ইচ্ছায় ভাসানচর যেতে রাজি হয়েছি। আমাদের আত্নীয় স্বজনরা ভাসানচরে নিরাপদে বসবাস করছে বলে জানানোর পর আগ্রহ প্রকাশ করি।”
নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান,১৬ ফেব্রুয়ারি সবকিছু ঠিকঠাক থাকলে ৪শ পরিবারের দেড় থেকে দুই হাজারের মতো রোহিঙ্গাকে ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। তার আগে উখিয়া ডিগ্রী কলেজ অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের রাখা হয়েছে।
এর আগে দশ দফায় রোহিঙ্গা শরণার্থীরা ভাসানচর গমন করে। উল্লেখ্য,২০১৭সালে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় ১০লাখের বেশি রোহিঙ্গা।