বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

১০ সপ্তাহ পর ডেঙ্গুতে মৃত্যুহীন দিন পেলো দেশ

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪


ঢাকা, ১৫ ডিসেম্বর – ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। ফলে প্রায় ৭৩ দিন পর (দশ সপ্তাহ) ডেঙ্গুতে মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ। তবে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপতালে আরও ৩৭৩ রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৮৭৭ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ৪ অক্টোবরের পর প্রতিদিনই মশাবাহিত এ রোগে কারও না কারও মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে মৃত্যু হয়েছে ৫৪৮ জনের।

ডেঙ্গুবিষয়ক তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, এ বছর বর্ষা মৌসুমের শেষ দিকে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে, সেইসঙ্গে বাড়ে মৃতের সংখ্যা। অক্টোবরে ১৩৫, নভেম্বরে ১৭৩ জনের মৃত্যু হয়। ডিসেম্বরের প্রথম ১৪ দিনে মারা গেছেন ৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৩২ জন, ঢাকা বিভাগে ৮৮, ময়মনসিংহে ১৫, চট্টগ্রামে ৩৪, খুলনায় ৪৪, রাজশাহীতে ২০, রংপুরে ২, বরিশালে ৩৬ এবং সিলেট বিভাগে দুজন ভর্তি হয়েছেন।

এদিকে রোববার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৬ হাজার ৬৬২ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৬৬৭ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৬৫০, আর ১ হাজার ১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।



আরো খবর: