জেরুজালেম, ২৮ আগস্ট – গাজায় হামাসের সুড়ঙ্গে অভিযান চালিয়ে একজন ইসরায়েলি বন্দিকে উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি বাহিনী মঙ্গলবার (২৭ আগস্ট) এ দাবি করেছে। খবর আলজাজিরার।এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে অন্যদের সঙ্গে কায়েদ ফারহান আলকাদিকে (৫২) জিম্মি করে নিয়ে যায় হামাসের বন্দুকধারীরা। এরপর ১০ মাসের বেশি সময় তার ওপর নির্যাতন চলে। অবশেষে ওই ব্যক্তিকে উদ্ধার করা গেছে। এটি খুবই ‘জটিল’ অভিযান ছিল।কায়েদ ফারহান আলকাদি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেদুইন সম্প্রদায়ের মানুষ। গাজার সীমান্তবর্তী কিবুতজে তিনি নিরাপত্তারক্ষীর কাজ করতেন। তাকে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গে জিম্মি করে রাখা হয়েছিল। শারীরিক-মানসিক অত্যাচারে থাকায় তার অবস্থা ভালো নয়। উদ্ধারের পরই ফারহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি। তিনি জানান, গাজায় ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে ইসরায়েলি সেনারা ফারহানকে উদ্ধার করে। তবে অভিযানের বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।ইসরায়েলি এক সূত্র বলছে, এত দিনের উদ্ধার অভিযানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুড়ঙ্গটিতে ঢুকেন নেতানিয়াহুর সেনারা। তারা সেখান থেকে শুধু ওই জিম্মিকেই উদ্ধার করতে পেরেছে।গাজায় চলমান ইসরায়েলের হামলায় ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বাসিন্দাদের ৯০ শতাংশ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরেও হামলা হচ্ছে। ইসরায়েল বলছে, জিম্মি উদ্ধার এবং হামাস নির্মূলে তারা আরও কঠোর হবে।এ বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক্সে এক বিবৃতিতে বলেছেন, আমরা জিম্মিদের তাদের বাড়িতে ফিরিয়ে আনার প্রতিটি সুযোগ কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ।সূত্র: কালবেলাআইএ/ ২৮ আগস্ট ২০২৪