হুমায়ূন রশিদ :
টেকনাফের হ্নীলায় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে আইস, ইয়াবা, অস্ত্র ও বুলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, (বিজিবিএমএস) জানান,মায়ানমার থেকে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর ও হ্নীলা বিওপির চোরাচালান প্রতিরোধ পৃথক টহল দল টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হ্নীলা আনোয়ার প্রজেক্ট এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর টহলদল ৪-৫জন সন্দেহভাজন ব্যক্তিকে আনোয়ার প্রজেক্টের পাশ দিয়ে মহাসড়ক অতিক্রম করে রঙ্গীখালী এলাকায় পাহাড়ের দিকে গমনের সময় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা টহলদল সন্দেহভাজন ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি টহল দল তাদের ধাওয়া করে পশ্চিম লেদার মৃত আব্দুস সালামের পুত্র মোঃ দীল মোহাম্মদ (৫৭) অপর সহযোগীরা রাতের অন্ধকারে অপর চোরাকারবারীরা রঙ্গীখালী পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে আটক চোরাকারবারীর শরীর তল্লাশী করে তার কোমড়ে পরিহিত লুঙ্গীর ভাঁজে ১টি দেশীয় তৈরী অস্ত্র, ২রাউন্ড তাঁজা কার্তুজ, হাতে থাকা ব্যাগের ভিতর হতে ১কেজি ৬৫গ্রাম আইস ও ১০হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উল্লেখ্য,পলাতক চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্য্যক্রম চলমান রয়েছে।
তিনি আরো জানান,ধৃত আসামীকেৃ ক্রিস্টাল মেথ বা আইস,ইয়াবা,এলজি এবং কার্তুজসহ নিয়মিত মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা রয়েছে। ###