শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলা ডিবিতে স্থানান্তর

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২২ জুলাই, ২০২৩


ঢাকা, ২২ জুলাই – ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্ত করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (২২ জুলাই) বনানী থানা থেকে মামলাটি ডিবি গুলশান বিভাগে স্থানান্তর হয়েছে তদন্তের জন্য। এ মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার ঘটনার ভিডিও ফুটেজ ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, মামলাটি আজ ডিবিতে হস্তান্তর হয়েছে তদন্তের জন্য। এখন থেকে মামলাটির তদন্ত করবে ডিবি গুলশান বিভাগ। এ পর্যন্ত এ মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনার পর অভিযুক্তদের ডিবিই গ্রেপ্তার করেছে। শুরু থেকে এ বিষয়ে ডিবি তদন্ত করছিল। তদন্তও ডিবি করছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২২ জুলাই ২০২৩


আরো খবর: