শিরোনাম ::
তারেক রহমানের প্রতিনিধি হয়ে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যাচ্ছেন জাইমা আজ বিপজ্জনক পর্যায়ে রাজধানীর বায়ু এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জরুরি উন্নয়নের আহ্বান আইসিইউ নয়, এইচডিইউতে সাবিনা ইয়াসমিন পঙ্গু হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সড়ক অবরোধ প্রিয়াঙ্কা চোপরার অভিযোগ, অন্তর্বাস দেখতে চেয়েছিলেন পরিচালক! গাজীপুরে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই ফরিদা পারভীন গুরুতর অসুস্থ, নেওয়া হয়েছে আইসিইউতে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান, তিতুমীরের অনশন ‘চলবে’
রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

হামাসের নতুন নেতা হচ্ছেন খালেদ মেশাল?

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
হামাসের নতুন নেতা হচ্ছেন খালেদ মেশাল?


জেরুজালেম, ০১ আগস্ট – ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পর আলোচনায় হতে যাচ্ছেন পরবর্তী হামাস প্রধান? তা নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে উঠে এসেছে হামাসের কয়েকজন ত্যাগী নেতার নাম। যার মধ্যে খালেদ মেশাল, ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ দেইফ, মারওয়ান ইসা অন্যতম। এরমধ্যে এগিয়ে আছেন খালেদ মেশাল।

পশ্চিম তীরের একটি গ্রামে জন্ম খালেদ মেশাল ‘আবু আল-ওয়ালিদ’র। হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠার পর থেকেই এর রাজনৈতিক ব্যুরোর সদস্য। ১৯৯৬ এবং ২০১৭ সালের মধ্যে তিনি রাজনৈতিক ব্যুরোর সভাপতিত্ব গ্রহণ করেন এবং ২০০৪ সালে শেখ আহমেদ ইয়াসিনের মৃত্যুর পর এর নেতা নিযুক্ত হন।

খালেদ মেশাল ১৯৯৭ সালের দিকে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেনে ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে ফিরে। ইসরায়েলের চররা সে সময় জর্ডানের রাজধানী আম্মনে মেশালের কার্যালয়ের বাইরে রাস্তায় তাকে বিষপ্রয়োগ করে হত্যা করতে চেয়েছিল।

জর্ডানের তৎকালীন রাজা হুসেইন তখন বিষের প্রতিষেধক সরবরাহ করা না হলে হত্যার চেষ্টাকারীদের ফাঁসি দেওয়া এবং ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি বাতিলের হুমকি দিয়েছিলেন।

ইসরায়েল জর্ডানের রাজার দাবি মেনে নিয়েছিল এবং একইসঙ্গে তারা হামাস নেতা শেখ আহমেদ ইয়াসিনকেও মুক্তি দিয়েছিল। যদিও সাত বছর পর গাজায় তাকে হত্যা করে তারা।

ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর কাছে ইরান-সমর্থিত হামাস একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের দাবি, ইসরায়েলের ধ্বংসের জন্য এই গোষ্ঠী লড়াই করছে।

কিন্তু ফিলিস্তিনি সমর্থকদের কাছে, খালেদ মেশাল ও হামাসের অন্যান্য নেতারা ইসরায়েলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনের মুক্তির জন্য সংগ্রাম করে যাওয়া নেতা।

১৯৯০ দশকের শেষের দিক থেকে হামাসের শীর্ষ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন মেশাল। যদিও তিনি মূলত নির্বাসনে থেকে কাজ করে আসছিলেন।

সূত্র: যুগান্তর
আইএ/ ০১ আগস্ট ২০২৪





আরো খবর: