হাটের বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে পরিষ্কার না করলে ইজারাদারের জামানত বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
রবিবার (১০ জুলাই) তিনি ডিএনসিসির ৭ নং ওয়ার্ডের আওতাধীন মিরপুর স্টেডিয়াম সংলগ্ন একটি কোরবানির স্থান পরিদর্শনে এসে একথা বলেন।
তিনি বলেন, হাট ইজারার শর্তের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা ছিল। ইজারাদার যদি ১২ ঘণ্টার মধ্যে হাটের বর্জ্য পরিষ্কার না করে তাহলে তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে।’
তিনি জানান, এ বাজেয়াপ্ত করার বিষয়টি তাদের জানানো হয়েছে।
বাংলা ট্রিবিউন