চকরিয়ায় মানববন্ধনে আবদুল্লাহ আল ফারুক
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দূর্ঘটনা রোধ ও মৃত্যুর মিছিল বন্ধে মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ইনানী রিসোর্টের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক ।
চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী অধ্যাপক মাওলানা ছৈয়দ করিমের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। আরো বক্তব্য রাখেন, হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমদ,হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহির উদ্দিন আহমদ বাবর, শ্রমিক নেতা এইচ এম রুহুল কাদের, হারবাং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শেখ আহমদ ও বরই তলি ইউনিয়ন সভাপতি জায়েদুল ইসলাম,হারবাং ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর জুনাইদ সিকদার, বরইতলি ইউনিয়নের সহ সভাপতি গোলাম হাসিব মোস্তফা সাকি, সাবেক এমইউপি বাবুল আহমদ। এ সময় হারবাং-বরইতলীসহ উপজেলার শহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন ।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, দেশের বৃহৎ পর্যটন শিল্পনগরী কক্সবাজারে সারাদেশের মানুষ প্রতিদিন আনন্দ ও উৎসব করতে আসে । কিন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক নামের মরণফাঁদ মানুষের সেই আনন্দকে বিষাদে পরিণত করেছে । ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে প্রায় অর্ধশত সড়ক দুর্ঘটনা হয়েছে । সেই দুর্ঘটনায় ২৫জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না । তিনি অবিলম্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নিত করার দাবি জানান। ##