শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতাকে গুলি করে হত্যা

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩


ঝিনাইদহ, ২৩ নভেম্বর – ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান শামীমকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরতলির শুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম ওই এলাকার গোলাম রসুলের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি ও পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানিয়েছেন, রাতে এলাকার মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসেন শামীম। পরে রাতের খাবার পেয়ে বাইরে বের হন। এরপর আর তার খোঁজ মেলেনি। রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে খালের সাঁকোর নিচে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামরুজ্জামান শামীমের ছেলে মাহিন জানান, এশার নামাজ পড়ে তার বাবা বাসায় আসার পর মোবাইলে ফোন দিয়ে তাকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাসায় ফেরেননি।

হরিণাকুণ্ডু পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বলেন, শামীমকে কে বা কারা ধরে নিয়ে গেছে লোকজনের মুখে এমন খবর শুনে তাকে খুঁজতে বের হই। পরে বাড়ির সামনে খালের ওপর একটি সাঁকোর নিচ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক আল-আমীন জানান, নিহতের বুকের বাঁপাশে গুলির চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে- অন্তত দুই ঘণ্টা আগে তাকে গুলি করা হয়েছে। ফলে প্রচুর রক্তক্ষরণে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সূত্র: সমকাল
আইএ/ ২৩ নভেম্বর ২০২৩


আরো খবর: