শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

স্বামী স্ত্রী মিলে আয় করেন ২ হাজার কোটি!

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
স্বামী স্ত্রী মিলে আয় করেন ২ হাজার কোটি!


হায়দ্রাবাদ, ১১ সেপ্টেম্বর – ভারতের বিনোদন ইন্ডাস্ট্রি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিনোদন ইন্ডাস্ট্রি। হলিউডের পরই অবস্থান। এই ইন্ডাস্ট্রিতে অসংখ্য ‘পাওয়ার কাপল’ আছেন, যাঁরা মাসে শতকোটি টাকা আয় করেন। তাঁদের মধ্যে রয়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খান, প্রযোজক আদিত্য চোপড়া ও বলিউড তারকা রানি মুখার্জিসহ আরও অনেকে।

তবে দক্ষিণ ভারতে এমন এক প্রযোজক দম্পতি আছেন, যাঁদের মাসিক আয়ের কাছে ওপরে উল্লিখিত দম্পতিদের আয় অতি সামান্য। ভারতীয় করপোরেট সেক্টরে এই দম্পতি-ই সর্বোচ্চ পারিশ্রমিক গুনে থাকেন। তাঁরা হলেন কালানিথী মরণ ও কাবেরী মরণ দম্পতি। কালানিথী সান পিকচার্স ও সান টিভির অন্যতম মালিক (শতকরা ৭৫ ভাগের শেয়ারহোল্ডার)। দুজনে মিলেই দেখাশোনা করেন ব্যবসা। ভারতের বিভিন্ন ভাষার ৩৩টা টেলিভিশন চ্যানেলের অন্যতম প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এই জুটি।

জি নিউজ অনুসারে, কালাথিনী ও তাঁর স্ত্রী ২০১২ সাল থেকে বছরে গড়ে ১ হাজার ৫০০ কোটি রুপি বা প্রায় ২ হাজার কোটি টাকা করে আয় করেন। ফোর্বস ম্যাগাজিনের মতে, কালানিথী মরণ ৩ বিলিয়ন ডলার বা প্রায় ৩৩ হাজার কোটি টাকার মালিক। তিনি ভারতীয় বিনোদন ইন্ডাস্ট্রির সবচেয়ে ধনী প্রযোজক।

হঠাৎ করেই এই দম্পতি আলোচনায় এসেছেন। কেননা সদ্য মুক্তি পাওয়া দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার’ সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। আর এই সিনেমার প্রযোজক এই দম্পতি। সম্প্রতি সিনেমাটি ব্লকবাস্টার হিট হওয়ার পর রজনীকান্তকে এই প্রযোজক ১ কোটি ৬৫ লাখ টাকার (১ কোটি ২৫ লাখ রুপির) বিএমডব্লিউ উপহার দেন।

কালানিথী মরণের আগে একসময় ভারতের সবচেয়ে ধনী প্রযোজক ছিলেন রনি স্ক্রুওয়ালা। তৃতীয় স্থানে রয়েছেন রানি মুখার্জির জীবনসঙ্গী আদিত্য চোপড়া। করণ জোহর রয়েছেন পঞ্চম স্থানে।

আইএ/ ১১ সেপ্টেম্বর ২০২৩





আরো খবর: