আমাকে (সজিব মল্লিক), পিতা-সুনিল মল্লিক, মাতা-রুপুবালা মল্লিক, সাং-লারপাড়া (পূর্ব পশ্চিম), ঝিলংজা, থানা-কক্সবাজার, জেলা-কক্সবাজার গত ২০/০৮/২০২৩ ইংরেজী তারিখ প্রতারনামূলক ভয়ভীতি প্রদর্শ করে হলফনামায় স্বাক্ষর নিয়ে পবিত্র হিন্দু (সনাতন) ধর্ম ত্যাগ করাইয়া ইসলাম ধর্মে ধর্মান্তরিত করিয়ে মোহাম্মদ ইয়াছিন নাম দেয়া হয়।
পরবর্তীতে আমার পিতা-মাতা, সন্তান ও পরিবার পরিজনের সম্মান চিন্তা করে এবং আনার চিন্তা-বিশ্বাসের পরিবর্তন হওয়ায় ফের হলফনামা মূলে পূর্ব পুরুষের ধর্ম সনাতন ধর্মে ফিরে আসলাম।
হলফনামা নম্বর-২৪৬০/২০২৩, তাং-২৪/০৮/২০২৩ইং, নির্বাহী ম্যাজিষ্ট্রেট/নোটারী পাবলিকের কার্যালয়, চট্টগ্রাম। এখন থেকে ইসলাম ধর্মের সাথে সম্পর্ক নাই। আমি আমার পূর্ব পুরুষের ধর্ম হিন্দুধর্মের (সনাতন) সকল নিয়ম কানুন মেনে চলবে।
নিবেদক : সজীব মল্লিক।