মুম্বাই, ০৫ মার্চ – বলিউডে স্বজনপ্রীতি নিয়ে বিতর্ক নতুন নয়। বহুদিন ধরেই চলছে এই চর্চা। অনেক তারকাকেই এই স্বজনপ্রীতির অভিযোগের শিকার হতে হয়েছে। তবে কেউ কেউ আবার এই সব বিষয় থেকে বেরিয়েও এসেছেন নানা কৌশলে।
এই তারকাদের তালিকায় আরও একটি নাম অভিষেক বচ্চন। যাকে প্রতি মুহূর্তে শুনতে হয়েছে অমিতাভ বচ্চনের ছেলে হওয়ায় সুযোগ পেয়েছেন তিনি। তবে অভিষেক বরাবরই বলেছেন তিনি তার বাবার কাছ থেকে কখনও কোনও রকম সাহায্য পাননি।
এবার এই বিষয়ে মুখ খুললেন অমিতাভ। ছেলের প্রশংসায় এক্স-এ পোস্টও করেছেন। অমিতাভ বচ্চন এক্স-এ একটি ফিল্ম সাইটের করা পোস্ট শেয়ার করেছেন।
যেখানে লেখা, ‘অভিষেক বচ্চন অকারণে স্বজনপ্রীতির শিকার হয়েছিলেন। আমরা যদি তার সিনেমার তালিকা দেখি, তাহলে দেখা যাবে যে ভালো ছবির সংখ্যা অনেক বেশি।’ পোস্টে অমিতাভ বেশ কিছু হৃদয়স্পর্শী কথাও তুলে ধরেছেন।
হৃদয়ের অনুভূতি প্রকাশ করে অমিতাভ লিখেছেন, ‘আমিও এই বিষয়টি অনুভব করি। এবং সেটা কখনওই অভিষেকের বাবা হিসেবে নয়। বরং, একজন দর্শক হিসেবে।’
অমিতাভ বচ্চনের এই পোস্টে অনেকেই সমর্থন জানিয়েছেন। সকলেই অভিষেকের প্রশংসা করেছেন। কেউ কেউ এমনকি এও বলেছেন যে অভিষেক ইন্ডাস্ট্রির অন্যতম সেরা রত্ন। এবং ‘গুরু’ এবং ‘রিফিউজি’-র মতো ছবির মাধ্যমে এখনও দর্শকদের হৃদয়ে রয়েছেন ছোটে বচ্চন।
আইএ/ ০৫ মার্চ ২০২৫
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::স্বজনপ্রীতির শিকার অভিষেক, নিজেই বললেন অমিতাভ first appeared on DesheBideshe.