রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

স্কুল-কলেজ খুলেছে, ফিরেছে রাজধানীর যানজট

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৯ জুলাই, ২০২৩


ঢাকা, ০৯ জুলাই – পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ থেকে খুলেছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। ঈদের ছুটির পর পুরোদমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিনে রাজধানীতে স্বাভাবিকভাবেই সড়কে পরিবহনের উপস্থিতি বেড়েছে। একই সঙ্গে বেড়েছে যানজট। বিশেষ করে যেসব এলাকায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় রয়েছে সেসব এলাকায় যানজট কিছুটা বেশি দেখা গেছে। ফলে সদা যানজটের এই শহরে আবারও চিরচেনা ভোগান্তিতে নগরবাসী।

রোববার (৯ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে এমন চিত্র।

সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে বাড়ে যানবাহন। এতে সড়কে সৃষ্টি হয় জটলা। কোথাও কোথাও যানজটে পড়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা ফার্মগেট ও শাহবাগে অন্য দিনের তুলনায় যানবাহনের উপস্থিতি অনেক বেশি দেখা গেছে। বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন যাত্রীরা।

সকাল থেকে রাজধানীর সায়েন্সল্যাব, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, শনিরআখড়া, দনিয়া সহ বিভিন্ন এলাকা ঘুরে তীব্র যানজট দেখা গেছে। যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকালেই ঢাকায় প্রবেশের অংশে যানজট সৃষ্টি হয়। কাজলা থেকে শনির আখড়া, রায়েরবাগ পর্যন্ত পৌঁছে গেছে এই যানজট। যাত্রাবাড়ী চৌরাস্তায়ও রয়েছে গাড়ির চাপ। যাত্রাবাড়ীর দিকে যেতে সায়েদাবাদের জনপদ মোড় থেকেও যানজট রয়েছে। যানজট নিয়ন্ত্রণে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এসব এলাকার দোকানিসহ বাসিন্দারা বলছেন, ঈদের পর গত এক সপ্তাহ রাস্তা ফাঁকা ছিল। আজ সকাল থেকেই রাস্তায় যানচলাচল বেশি দেখা যাচ্ছে। সকাল ৮টা থেকেই গাড়ির চাপ রয়েছে। আগের রূপেই দেখা যাচ্ছে রাজধানীর সড়ক।

বাসযাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ছুটির পর আজই রাজধানীর সড়কে গাড়ির চাপ বেশি। স্কুল-কলেজ খুলে ফেলায় এই চাপ বেড়েছে। এতে সকাল থেকেই সড়কে যানজট বেড়েছে। সিএনজি অটোরিকশার চালকরাও বলছেন, অন্য দিনের তুলনায় সড়কে প্রাইভেটকার ও বাসের সংখ্যা বেশি। এতে সিএনজি চালকরা ট্রিপ পাচ্ছেন কম। আবার পেলেও গন্তব্যে যেতে সময়ও লাগছে অনেক বেশি।

রাস্তায় ব্যস্ত সময় পার করছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। পুলিশ সদস্যরা বলছেন, আজ থেকে স্কুল-কলেজ খোলা হয়েছে। সকাল থেকেই অভিভাবকরা সন্তানকে নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছেন। তাদের অনেকের সঙ্গেই গাড়ি রয়েছে। একদিকে স্কুল-কলেজ খুলেছে, অন্যদিকে গত সপ্তাহে ঈদের ছুটি কাটিয়ে অফিস আদালত খোলে। ফলে সড়কে বেড়েছে গাড়ির সংখ্যা। এর ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ট্রাফিকের উপ-পুলিশ কমিশনার মো. সাহেদ আল মাসুদ বলেন, স্কুল-কলেজ খোলায় সড়কে গাড়ির চাপ কিছুটা বেশি। একই সঙ্গে অফিসগামী মানুষের চাপতো আছেই। তবে এসব বিষয় মাথায় রেখে আমাদের প্রস্তুতি আগে থেকেই ছিল। তীব্র যানজট যেন না হয় সেজন্য আমরা কাজ করছি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৯ জুলাই ২০২৩


আরো খবর: