সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সৌম্যর সমস্যা ধরতে পারছেন না হাথুরুও

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
সৌম্যর সমস্যা ধরতে পারছেন না হাথুরুও


ঢাকা, ১৯ ডিসেম্বর – বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন, ফিরেছিলেন শূন্য রানে। বিশ্বকাপের পর হওয়া প্রথম ওয়ানডেতেও একাদশে সুযোগ পান সৌম্য সরকার।

কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে এবারও শূন্যতেই সাজঘরে ফেরেন তিনি। মাঝে তার আহামরি পারফরম্যান্সও ছিল না।
তবুও সৌম্য নিউজিল্যান্ড সিরিজের দলে জায়গা পেলেন, সেটি নিয়ে প্রশ্ন আছে। অনেকে বলছেন, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতে দলে তিনি। ওয়ানডেতে ব্যাট হাতে শেষ পাঁচ ইনিংসের তিনটিতেই শূন্য রানে ফিরেছেন সৌম্য। তার সমস্যা কী বুঝতে পারছেন না হাথুরুও।

মঙ্গলবার ডানেডিনে তিনি বলেন, ‘আমি শেষ ৫ ম্যাচে সৌম্যর খেলা দেখিনি, কী হয়েছে আসলে জানি না। শুধু শেষ ম্যাচটাই দেখেছি। আমি জানি না সৌম্যর সমস্যা কী। ও ঘরোয়াতে প্রচুর রান করছিলো। আর আমাদের একজনকে দরকার ছিল যে বোলিং ব্যাটিং দুটোই করতে পারে, যেহেতু সাকিব নেই। ’

এর আগেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, সাকিব আল হাসানের বদলে নেওয়া হয়েছে তাকে। কিন্তু ব্যাট হাতে তো বটেই, বোলিংয়েও পারফর্ম করতে পারছেন না তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ ওভার বল করে ৬৩ রান দেন সৌম্য।

হাথুরু বলেন, ‘সাকিব ১৭ বছর ধরে খেলছে, আমরা সাকিবের মতো কাউকে খুঁজছি। এই জন্যই সৌম্যর একাদশে থাকা গুরুত্বপূর্ণ। সাকিব যা পারবে সৌম্য তা পারবে না, আমরা চাই ও ব্যাটিং বোলিংটা ঠিক ভাবে করুক। আমরা ওকে অলরাউন্ডার হিসেবে ভাবছি যে দলে অবদান রাখতে পারবে। ’

নিউজিল্যান্ডের বিপক্ষে একজন লেগ স্পিনারও নিয়েছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে পারফর্মও করেছেন রিশাদ হাসান। ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলার পর বল হাতেও পারফর্ম করেন। তাকে নিয়ে আশাবাদী হাথুরুও।

তিনি বলেন, ‘প্রথম ম্যাচেই আমরা রিশাদকে দলে চেয়েছিলাম। কিন্তু এখানে যেহেতু আমাদের ফলাফল ভালো না আর আমরা দেখছি শুরুতেই আমাদের উইকেট পড়ছে, তাই একাদশে অতিরিক্ত একজন ব্যাটারকে নিয়েছি আমরা। তবে ভবিষ্যতে রিশাদের মতো একজন লেগ স্পিনারকে অবশ্যই দলে চাই। ’

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১৯ ডিসেম্বর ২০২৩





আরো খবর: