মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সৌদি যাওয়ার সময় উখিয়ার রোহিঙ্গা নেতা আসাদুল্লাহ আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
সৌদি যাওয়ার সময় উখিয়ার রোহিঙ্গা নেতা আসাদুল্লাহ আটক

 

নিজস্ব প্রতিবেদক::

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে সৌদি আরব যাওয়ার সময় উখিয়ার রোহিঙ্গা নেতা আসাদুল্লাহ আটক হয়েছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

বিমান বন্দর সূত্র জানায়, বাংলাদেশ বিমানের জেদ্দাগামী ফ্লাইট বিজি ১৩৫ উঠার জন্য বোডিং পাস গ্রহণ করে আসাদুল্লাহ। পরবর্তীতে গোয়েন্দা পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আসাদুল্লাহর বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় হত্যা মামলা রয়েছে। আসাদুল্লাহ রোহিঙ্গা ভিত্তিক সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ পর্যায়ের নেতা বলে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) তাকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে৷


আরো খবর: