মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫


মুম্বাই, ০৭ ফেব্রুয়ারি – বলিউড অভিনেতা সোনু সুদ। সাধারণ মানুষের একজন ভরসার পাত্র তিনি, হয়েছিলেন গরিবের ত্রাতা। কিন্তু এবার আইনি বিপাকে পড়লেন অভিনেতা। অভিযোগ, অর্থ প্রতারণার মামলা।

পুলিশ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবর, একটি ভুয়া বিনিয়োগ সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে সোনু সুদের বিরুদ্ধে। লুধিয়ানার আদালতের নির্দেশে তার ওপর গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।

জানা গেছে, এই মামলার সূত্রপাত হয় লুধিয়ানার এক আইনজীবী রাজেশ খান্নার দায়ের করা অভিযোগ থেকে। তিনি দাবি করেন, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি তাকে ‘রিজিকা কয়েন’ নামে একটি ভুয়া বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ রুপি সুদ প্রদান করতে প্রলুব্ধ করেন।

এই মামলায় সোনু সুদকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে তলব করা হয়েছিল, কিন্তু তিনি হাজির হননি। এই অনুপস্থিতির কারণেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এই গ্রেপ্তারি পরোয়ানা ১০ ফেব্রুয়ারির মধ্যে কার্যকর করে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে কেন তা কার্যকর করা যায়নি, সেই কারণ জানাতে হবে বলে আদেশে বলা হয়েছে।

আইএ/ ০৭ ফেব্রুয়ারি ২০২৫

 

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি first appeared on DesheBideshe.



আরো খবর: