শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সৈকতে পর্যটক হয়রানি রোধে ফটোগ্রাফারদের নিয়ে ট্যুরিস্ট পুলিশের প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১ আগস্ট, ২০২২

এম এ আজিজ রাসেল::

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক হয়রানি রোধে কর্মরত ফটোগ্রাফারদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। পর্যটকদের সাথে ভাল আচরণ ও কাস্টমার হ্যান্ডলিংয়ের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। সোমবার সকালে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান।

উদ্বোধনকালে তিনি বলেন, পর্যটন শিল্প বিকাশে সরকার নানা উন্নয়ন কাজ করে যাচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকত আমাদের জাতীয় সম্পদ। এখানে আগত পর্যটকেরা মেহমান। তাঁরা হয়রানির শিকার হলে পুরো কক্সবাজারের বদনাম। তাি সৈকতে শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। মনে রাখতে হবে শুধু জীবন জীবিকার নই, পর্যটন নগরীর সুনাম বৃদ্ধির জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আবদুল কুদ্দুস রানা, এনটিভির কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, পার্বত্য নিউজ কক্সবাজার প্রতিনিধি ইমাম খাইর, এখন’র কক্সবাজার প্রতিনিধি মনতোষ বেদাজ্ঞ ও সময় টিভির কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেল।

কর্মশালায় সৈকতে কর্মরত শতাধিক ফটোগ্রাফার অংশ নেয়।


আরো খবর: