মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০২:২১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক কমান্ডার লে. কমান্ডার এম আমিনুল সাজ্জাদের নেতৃত্বে সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় ১টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সেন্টমার্টিন ছেড়াদ্বীপ থেকে আনুমানিক ৭ নটিক্যাল মাইল দূরে মায়ানমার সীমানা থেকে বাংলাদেশের সীমানায় একটি কাঠের নৌকাকে প্রবেশ করতে দেখা যায়।

নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দেয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি না থেমে হলুদ রংয়ের একটি বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত মায়ানমার সীমানায় পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: