রুমায় সন্ত্রাসীদের গুলিতে সেনা কর্মকর্তার নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. কাজী মজিবুর রহমানের নেতৃত্বে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন হয়। এর আগে গোরস্তান মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, শান্তিতে নিয়োজিত সেনা কর্মকর্তাকে হত্যা করে আবারও দেশদ্রোহিতার পরিচয় দিল সন্তু লারমার জেএসএস। তারা শুধু পাহাড়ের শত্রু নয়, পুরো বাংলাদেশের শত্রু।
এই হামলাকে রাষ্ট্রের জন্য বড় হুমকি দাবি করে অনতিবিলম্বে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
জেলা কমিটির সহ-সভাপতি ক্যাপ্টেন (অব.) তারু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম, এম. রুহুল আমিন, মিজানুর রহমান প্রমুখ।
পরে নিহত সেনা কর্মকর্তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গত বুধবার (২ ফেব্রুয়ারি) রুমা উপজেলার বথিপাড়া এলাকায় সেনাবাহিনীর টহলদলের ওপর জেএসএস সন্ত্রাসীদের গুলিতে নিহত হন প্রধান ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান। একই ঘটনায় আহত হন আরও এক সেনা সদস্য।