মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করতে হবে। দেশের যেকোনো প্রয়োজনে সেনা ও বিমানবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে কাজ করতে হবে। বাংলাদেশ নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত নবীন অফিসারদের প্রতি এ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করতে চলতে হবে। জাতীয় ও ব্যক্তিগত জীবনের যেকোনো সংকটে নবীন অফিসারদের নেতৃত্ব দিতে হবে।
সোমবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত কুচকাওয়াজে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৯ আলফা এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২১ ব্রাভো ব্যাচ এর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এবছর নৌবাহিনীর ৪৪ জন নবীন অফিসার কমিশন পেলেন।