শহিদ রুবেল::
ঢাকায় নিযুক্ত সুইডেন দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত নিকোলাস উইক্স-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কক্সবাজার জেলার উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাটিল্ডা সুইনসন এবং নিরাপত্তা সমন্বয়ক কার্ল বার্গস্ট্রম।
১৮ নভেম্বর সোমবার সকালে প্রতিনিধি দলটি ক্যাম্প-৪-এর এ/১ ব্লকের ইউএনএইচসিআর পরিচালিত ডাটা এন্ট্রি সেন্টার পরিদর্শনের মাধ্যমে কার্যক্রম শুরু করেন। সেখানে তারা কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং রোহিঙ্গাদের ডাটা এন্ট্রি প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
এরপর, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে ইউএনএইচসিআর পরিচালিত জীবিকা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করা হয়। প্রতিনিধি দলটি রোহিঙ্গা ছেলে-মেয়েদের ইলেকট্রিসিটি, পাইপ ফিটিংস এবং সেলাই প্রশিক্ষণের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে তারা ক্যাম্প-৮ ইস্টের নারী নেতৃত্বাধীন কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন। সেখানে তারা কর্মীদের সাথে কথা বলেন এবং কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
প্রতিনিধি দলটি ক্যাম্প-১৮-এর রোহিঙ্গা মেমোরিয়াল কালচারাল সেন্টার (RCMC) পরিদর্শন করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে ক্যাম্পের সিআইসি এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
শেষে, প্রতিনিধি দলটি ক্যাম্প-২০-এর আইওএম পরিচালিত ইনোভেশন ভ্যালি পরিদর্শন করেন। সেখানে ম্যাপ এবং ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে তাদের কার্যক্রম সম্পর্কে ব্রিফিং প্রদান করা হয়। এরপর তারা আইওএম-এর নবনির্মিত রোহিঙ্গা শেল্টারও ঘুরে দেখেন।
এই পরিদর্শনের মাধ্যমে সুইডেন দূতাবাসের প্রতিনিধিরা রোহিঙ্গা জনগোষ্ঠীর উন্নয়নে পরিচালিত কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।
###