শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
সোমবার, ১২ মে ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সী আলিফ হোটেলে মা-মেয়ের মৃ*ত্যু, পলাতক স্বামী চট্টগ্রামে গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরের কলাতলীর সুগন্ধা এলাকার সী আলিফ হোটেল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত সুমা দে’র স্বামী সাগর দে’কে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগর থেকে তাকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা শাহিন।

তিনি জানান, কক্সবাজারের হোটেল সী আলিফ স্ত্রী ও মেয়ের মরদেহ উদ্ধারের পর থেকে পলাতক সাগর দে’কে গ্রেপ্তারে অভিযানে নামে ট্যুরিস্ট পুলিশের একাধিক দল। এসময় তথ্যযুক্তির সাহায্য চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও জানান নিহত সুমা দে’র স্বামীর নাম সাগর দে নয়। তার প্রকৃত নাম দুলাল বিশ্বাস। হোটেল বুকিং নেওয়ার সময় নিজের আসল নাম গোপন করে সাগর দে নামে এন্ট্রি করেন তিনি।

এর আগে শুক্রবার দুপুরে হোটেল সী আলিফের চারতলার ১১ নম্বর কক্ষ থেকে মা ও মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় কর্তৃপক্ষ। পরে সন্ধ্যার দিকে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। হোটেল রেজিস্ট্রারে নিহতের নারীর নাম সুমা দে ও স্বামীর নাম সাগর দে লিপিবদ্ধ ছিল এবং তাদের বাড়ি চট্টগ্রামের বাশঁখালীর পুকুরিয়ার বৈলগাঁ। ঘটনার পর থেকেই নিহত নারীর দুই পুত্রসহ পলাতক ছিলেন স্বামী সাগর দে।

হোটেল সী আলিফ কর্তৃপক্ষ জানায়, গত ১৪ ফ্রেবুয়ারি দুই ছেলে, এক মেয়ে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেল কক্ষ ভাড়া নেন তারা। তখন থেকেই কক্সবাজার শহরে ঘুরে বেড়ান। শুক্রবার সকালেও তাদের সবাইকে হাসিমুখে দেখেছেন হোটেলের লোকজন। তবে দুপুর ২টার দিকে তাদের কক্ষের দরজা খোলা ও ভেতরে মেঝেতে মা-মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ কল দিয়ে পুলিশ ডাকেন হোটেল কর্তৃপক্ষ।

এ বিষয়ে সন্ধ্যার দিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মরদেহ মর্গে রয়েছে।


আরো খবর: