শহিদ রুবেল::
কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ বাংলাদেশী ঔষধ উদ্ধার করা হয়েছে। অভিযানে সিপ্রো এ-১৮৭ প্যাকেট, ২০০০ পিস নভিরেক্স ক্রিম, ৪০৪ বক্স ওরস্যালাইন এন এবং ১৩৮০ পিস জেনটিন ক্রিম ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, মায়ানমারে পাচারের উদ্দেশ্যে পালংখালী বাজারের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঔষধ মজুদ করা হচ্ছিল। বৃহস্পতিবার ভোরের দিকে ২-৩ জন চোরাকারবারী বস্তা নিয়ে আসতে দেখা যায়। বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ঔষধগুলো উদ্ধার করে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী (পিএসসি) জানিয়েছেন, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং মায়ানমারে ঔষধ পাচার প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।