বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সীমান্তে আবারো বিপুল পরিমাণ বাংলাদেশি মালামাল উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

শহিদ রুবেল::

সীমান্তের ঘুমধুমে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে বিভিন্ন প্রকার বাংলাদেশি মালামাল উদ্ধার করা হয়েছে। ১৪ অক্টোবর ঘুমধুম বিওপি’র একটি টহলদল সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে করিডোর নামক স্থানে এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ঘুমধুম বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে করিডোর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল ৫০ কেজি ইউরিয়া সার, ১৩ কেজি পিয়াজ, ৪ কেজি টোপ পেরাগ, ৫ বোতল পানি, ৭২ বোতল পিওরো আপ, ১৯২ প্যাকেট সফট কেক, ৪০০টি গ্যাস লাইট, ৫ লিটার পামওয়েল, ৬ বোতল স্পিড, ৮ বোতল পাওয়ার ড্রিংক, ৯ বোতল টাইগার ড্রিংক এবং ১০ লিটার অকটেন।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, পিএসসি, নিশ্চিত করেছেন যে চোরাকারবারীদের সনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।


আরো খবর: