বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সিলেটে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩


সিলেট, ২২ নভেম্বর – সিলেট রেলওয়ে স্টেশনে উপবন এক্সপ্রেসের একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে ছিল।

সিলেট রেলওয়ের স্টেশনের মাস্টার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন দেখতে পেয়ে আমরা দৌড়ে আসি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কীভাবে আগুন লেগেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

আগুন কীভাবে লেগেছে কিংবা কেউ লাগিয়েছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্টেশন মাস্টার নুরুল ইসলাম বলেন, আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র: কালবেলা
আইএ/ ২২ নভেম্বর ২০২৩


আরো খবর: