শিরোনাম ::
কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ২০ বছর পর বিটিভিতে বেবী নাজনীন ঈদযাত্রার রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৮ শিক্ষার্থী-পর্যটনসহ সব ধরনের ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য লন্ডন-কলকাতা সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য আর্জি জানালেন মুখ্যমন্ত্রী চকরিয়ায় বসতবাড়িতে ডাকাতির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে তিনজন ডাকাত গ্রেফতার ঐশ্বর্যার থেকে যে চারটি শব্দ শুনলেই, ভিতরে ভিতরে উদ্বেগ শুরু হয় অভিষেকের ইসরাইল কর্তৃক গাজার প্রধানমন্ত্রীকে হত্যায় জামায়াতের নিন্দা ব্যাংক রক্ষা করতে অনেক টাকা ছাপানো হচ্ছে নোয়াখালীতে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা ফাঁস, থানায় জিডি
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আখতার আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৩ মার্চ, ২০২৫


সিলেট, ২৩ মার্চ – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনার মামলায় সিলেটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ মার্চ) সকালে সদর উপজেলার আউশা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আক্তার হোসেন জালালাবাদ থানার আউসা গ্রামের আব্দুল মনিরের ছেলে। মামলায় ৩ নম্বর আসামি তিনি।

জানা গেছে, শনিবার (২২ মার্চ) বিকেলে নগরীর বালুচর এলাকার একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা এনসিপির উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য, পেশাজীবী, সাংবাদিক ও রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহবুব রহমান শান্তর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।

শাহপরান থানার ওসি মো. মনির হোসেন  বলেন, এনসিপির ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনায় মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক আক্তার হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন। বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মামলার বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: কালবেলা
আইএ/ ২৩ মার্চ ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আখতার আটক first appeared on DesheBideshe.



আরো খবর: