শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ গলফার্স কমিনিউটির উদ্যোগে রামু সেনানিবাসে অবস্থিত গলফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজারে গত ৬ থেকে ৮ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত প্রথম সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল হতে সর্বমোট ৫৫ জন পুরুষ গলফার এবং ১২ জন মহিলা গলফার অংশগ্রহণ করেন।

উক্ত প্রতিযোগিতা শেষে একটি বর্নাঢ্য পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। গলফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজার এর প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আইসিএবি/ সিএ বাংলাদেশ এর সভাপতি মারিয়া হাওলাদার এফসিএ, স্পন্সর প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল গলফার উপস্থিত ছিলেন।

এই টুর্নামেন্ট এর টাইটেল স্পন্সর ও প্লাটিনাম স্পন্সর ছিল যথাক্রমে সিএ বাংলাদেশ এবং সিটি ব্যাংক।


আরো খবর: