শিরোনাম ::
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সারাদেশের ব্লাড ডোনার স্বেচ্ছাসেবীদের নিয়ে উখিয়ায় মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

রক্তদানে বাঁচবে প্রান, করবো মোরা রক্তদান এই স্লোগান সামনে রেখে উখিয়া ব্লাড ডোনেশন ইউনিট এর ৬ষ্ট তম বর্ষপূর্তি এবং ৬৪ জেলার ব্লাড ডোনার স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উখিয়া ব্লাড ডোনেশন ইউনিটের মানবিক কর্মকাণ্ডের সাথে একাত্মতা প্রকাশ করে এবং ব্লাড ডোনার স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠান চলাকালীন সময় তাৎক্ষণিক (উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে) এক মুমূর্ষু রোগীকে এক ব্যাগ রক্ত দান করেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার। 
২৮ অক্টোবর (শনিবার) উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উখিয়া উপজেলায় ব্লাড ডোনেশন ইউনিট কর্তৃক আয়োজিত সারাদেশের ব্লাড ডোনার স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
ঊর্মি সালমা চৌধুরী রুপার সঞ্চালনায় অনুষ্ঠিত স্বেচ্ছাসেবী মিলন মেলায়  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মাদ আনোয়ার,উখিয়া থানা এস আই বরকত উল্লাহ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কাজি আকতার উদ্দিন টুনু, উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান  সরওয়ার কামাল পাশা, উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন, সংগঠনের উপদেষ্টা ও উখিয়া  নিউজ ডট কম এর সম্পাদক ওবায়দুল হক চৌধুরী (আবু চৌধুরী) সহ এনজিও এমএসএফ ও  ফ্রেন্ডশিপ এর কর্মকর্তাগণ।
অনুষ্ঠানের শুরুতে এক বিশাল র‍্যালিতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং পরে অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন অত্র ব্লাড ডোনেশন ইউনিটের নেতৃবৃন্দ।


আরো খবর: