শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সাবেক মন্ত্রী মোকতাদির ৫ দিনের রিমান্ডে

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২ নভেম্বর, ২০২৪


ঢাকা, ০১ নভেম্বর – বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব শুনানি শেষে এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করে জামিনের বিরোধিতা করে বলেন, উবায়দুল মোকতাদির শেখ হাসিনা সরকারের সচিব ছিলেন। ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় থাকতে তিনি সহযোগিতা করেছেন। এতে খুশি হয়ে হাসিনা তাকে মন্ত্রিত্ব উপহার দিয়েছেন। মোকতাদির মন্ত্রী থাকাকালীন অবৈধভাবে প্লট বরাদ্দ দিয়ে হাজার হাজার

কোটি টাকা আত্মসাৎ করে তা পাচার করেছেন। মানুষ হত্যা, খুন, ঘুম করতে সহযোগিতা করেছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে গত ১৩ জুলাই কোটাবিরোধী বক্তব্য পর্যন্ত দিয়েছেন তিনি।

এরপর আসামি পক্ষে আইনজীবী আবু সুফিয়ান রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করে বলেন, মোকতাদির কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। তিনি ফ্যাসিস্টদের কোনো সহযোগিতা করেননি। ২০২১ সালে তার ৫০% হার্টে ব্লক ধরা পড়েছে। তিনি শারীরিকভাবে অসুস্থ। মানবিক দিক বিবেচনা করে আসামির জামিনের প্রার্থনা করছি। এরপর উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ৩১ অক্টোবর রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।



আরো খবর: